এশিয়া কাপে অংশ নিতে আজ রোববার ঢাকা ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল

এশিয়া কাপে অংশ নিতে আজ রোববার ঢাকা ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। সন্ধ্যা সাড়ে সাতটায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উদ্দেশ্যে রওনা দেবে টাইগার বাহিনী।
সম্প্রতি নতুন কোচ স্টিভ রোডসের অধীনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের বাইরে ওয়ানডে ও টি-টোয়েন্টি জিতে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ দল।
মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে এশিয়ার সেরা হওয়া ছাড়ে আর অন্য কিছুই ভাবছে না ক্রিকেটাররা। যদিও প্রায় ২৩ বছর পর ইউএইতে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। অর্থাৎ বর্তমান দলের প্রায় সবাই আমিরাতের মাটিতে প্রথমবারের মতো খেলবেন। তবে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগে অংশ নিয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে খেলেছেন।
দলের সেরা দুই তারকা সাকিব-তামিমের রয়েছে ইনজুরিজনিত সমস্যা। আঙুলের চোট নিয়েই এশিয়া কাপে অংশ নিচ্ছেন বিশ্বের সবচেয়ে সেরা এই অলরাউন্ডার। অন্যদিকে ড্যাশিং ওপেনার তামিমও কয়েকদিন আগে হাতে আঘাত পেয়েছেন।
তবে আশার বাণী শুনিয়েছেন টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, তামিম-সাকিবের কারও খেলা নিয়েই সংশয় নেই।
এদিকে দলের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে বেশ আশাবাদী পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। কিংবদন্তি এই বোলার বলেছেন, মাশরাফি ছাড়াও দলের অন্য পেসাররা এখন অনেক আত্মবিশ্বাসী। মুস্তাফিজ-রুবেলরা ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো বোলিং করেছিল। আমার আশা তারা ভালো কিছু উপহার দিতে পারবে দলকে।
অন্যদিকে দলের অধিনায়ক মাশরাফি নিজেও জানিয়েছেন নিজেদের সেরাটা দিতে পারলে এশিয়া সেরার মুকুট ঘরে নিয়ে ফেরা সম্ভব।
আগামী ১৫ সেপ্টেম্বর শনিবার শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের এশিয়া কাপের যাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *