কক্সবাজারের কুতুবদিয়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি নিহত হয়েছেন। র্যাবের দাবি তিনি একজন শীর্ষ ডাকাত ছিলেন। ঘটনাস্থল থেকে ছয়টি একনলা বন্দুক, ২০টি কার্তুজ ও নয়টি খালি খোসা উদ্ধার করা হয়।
মঙ্গলবার ভোরে উপজেলার বড়ঘোপ অমজাখালী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ডাকাতের নাম দিদার। তিনি উপজেলার লেমশীখালী কড়লা পাড়ার মৃত ইউছুপ নবীর ছেলে।
কক্সবাজার র্যাব-৭ এর মেজর মাসুদ জানান, মঙ্গলবার ভোরে বড়ঘোপ অমজাখালী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় র্যাব।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা র্যাবকে উদ্দেশ্য করে গুলি করে। এসময় র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। আধাঘণ্টা গোলাগুলির পর ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে দিদারকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস আরটিভি অনলাইনকে জানান, নিহত দিদারের বিরুদ্ধে থানায় ডাকাতি, অস্ত্র, সন্ত্রাসী ও ধর্ষণসহ ১৩টি মামলা রয়েছে।