হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পল্টি খেয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
শনিবার সকাল নয়টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম সাফি কামাল চৌধুরী। তার বাড়ি বাহুবল উপজেলার স্নানঘাট এলাকায়। তিনি সেভরন বাংলাদেশ মেডিকেল কলেজে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।
শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শনিবার সকাল নয়টার দিকে হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস দেবহাটা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে পল্টি খেয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই সাফি কামাল চৌধুরী নিহত হন। আহত হন আরও ২০ জন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে উদ্ধার কাজ শুরু করেছেন।