কাপ্তাই হ্রদে ডুবে দুই শিশুর মৃত্যু

রাঙামাটির লংগদুতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার দুপুর বারোটায় লংগদুর মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া বিএফআইডিসি টিলার কাছে এই ঘটনা ঘটে।নিহত শিশু দুটির নাম মো. সাঈম হোসেন ও মিনহাজ। দুজনের বয়সই তিন বছর।লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত আরটিভি অনলাইনকে জানান, দুপুর বারোটার দিকে হ্রদের পাড়ে খেলা করার সময় সাঈম ও মিনহাজ পানিতে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা শিশু দুজনকে উদ্ধার শিশুকে দ্রুত লংগদু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে জানান।ওসি আরও জানান, নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *