নারীসহ ৫ পেশাদার কিডন্যাপার গ্রেফতার

Dmp_sm_375464430-300x165 সিরাজগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ পাঁচজন পেশাদার কিডন্যাপারকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড। রোববার দিনগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের সহকারী পুলিশ কমিশনার আবু ইউসুফ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কিডন্যাপার দলের দলনেতা রেজাউল করিমকে প্রথমে সিরাজগঞ্জের রায়পুর থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় এক নারী সদস্যসহ আরও চারজনকে। এ বিষয়ে দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *