‘মানুষের সেবা করুন’

: Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম
: ৬ years ago

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শপথ নিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম।বৃহস্পতিবার (২৬ জুলাই) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে সাড়ে এগারোটার দিকে জাহাঙ্গীর আলমকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী। পরে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরিকল্পিতভাবে উন্নয়নের মাধ্যমে গ্রাম পর্যায়ে করার কারণেই দেশের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন হয়। মেয়র ও কাউন্সিলরদের দেশের মানুষের সেবা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমরা ধীরে গ্রামের মানুষকে সম্পূর্ণভাবে নাগরিক সুবিধা দিব। আমরা পরিকল্পিতভাবে উন্নয়ন করার চেষ্টা করছি। আপনারা নির্বাচিত প্রতিনিধি জনগণ আপনাদের ভোট দিয়েছে। যারাই নির্বাচিত হয়েছেন তারাই উন্নয়নের জন্য কাজ করবেন।