বিয়ে করছেন নুসরাত ফারিয়া, কিন্তু কবে!

চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া। এ পর্যন্ত বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। এদিকে খুব শিগগির বিয়ে করছেন তিনি! তবে কবে, কখন, আর কাকে? এই বিষয়ে জানেন না তিনি নিজেই!অনেক আগেই ফারিয়া বলেছিলেন যে, যেদিন একটি ‘অডি’ ব্র্যান্ডের গাড়ি কিনবো, সেদিনই বিয়ে করবো। তাই বিয়েটি হয়তো আর বেশি দূরে নয় নায়িকার! কারণ শনিবার ২০১৮ সালের অডি এ৩ মডেলের কালো রঙের একটি গাড়ি কিনেছেন ফারিয়া।এদিকে, গাড়ি তো হলো, তবে কবে বিয়ে করবেন? ফারিয়া বললেন, হ্যাঁ, গাড়ি তো হলো। তবে বিয়ে কবে করবো, তা এখনো জানি না।

আমার মনে হয়, সঠিক সময়ে সঠিক কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। বিয়েটাও সময়মতো হয়ে যাবে। তিনি আরো বলেন, মানুষের অনেকেরই ইচ্ছে হয় চিকিৎসক, প্রকৌশলী বা অন্য কোনো বড় কর্মকর্তা হবে কিন্তু আমার কাছে গাড়ি কেনার বিষয়টি তেমনই।

আমার এখন পর্যন্ত যত ইচ্ছে ছিল, সব অর্জন করেছি। একটি অডি গাড়ি কেনা মানে নিজেকে আরেকটু স্বাবলম্বী করা। আর গতকাল আমি সেটি অর্জন করেছি। এদিকে বর্তমানে ফারিয়া অনুষ্ঠান উপস্থাপনা করার পর চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ক্যারিয়ারের প্রথম ছবি ‘আশিকী’ মুক্তির পরই তার হাতে চলে আসে আরো বেশ কয়েকটি ছবি। ওপার বাংলার অভিনেতা জিৎ এর বিপরীতে নায়িকা হিসেবে কাজ করেছেন তিনি।

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে বেশ কয়েকটি ছবিতে দর্শকরা তাকে পেয়েছেন। এরপর সবশেষ ‘পটাকা’ শিরোনামে একটা গানও গেয়েছেন এই অভিনেত্রী। নিজের গাওয়া সেই গানের ভিডিওতে তার উপস্থিতি ছিল নজরকাড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *