তরুণদের উদ্দেশে শেখ তন্ময়ের ভিডিও বার্তা

দেশের মোট জনসংখ্যার প্রায় ৫ কোটি তরুণ। আর এই তরুণরা আগামীর বাংলাদেশ গড়বে এমন প্রত্যয় নিয়ে তাদের উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়।
শনিবার রাতে শেখ তন্ময় নামের ফেসবুক পেজ এ ভিডিওটি আপলোড করা হয়। মাত্র ১৩ ঘণ্টায় ভিডিওটির ভিউ হয়েছে ১ লাখ ৫৫ হাজার, লাইক দিয়েছেন ২২ হাজার, ৭৭৩টি কমেন্ট, ৩৯৬২টি শেয়ার করা হয়েছে।
ভিডিও বার্তায় শেখ তন্ময় বলেন, ‘আসসালামু ওয়ালাইকুম, আমাদের দেশে প্রায় পাঁচ কোটি তরুণ, তারমধ্যে আমিও একজন। আমাদের এই প্রজন্মকে কেউ হাতিয়ার হিসেবে ব্যবহার না করতে পারুক বলে আমি আশা করি। এই প্রজন্ম রক্ত চায় না, যুদ্ধ চায় না, সহিংসতা চায় না। এই প্রজন্ম চায় স্বচ্ছতা, পরিচ্ছন্নতা এবং সততা নিয়ে দেশ গড়তে।
এর আগে ২২ ডিসেম্বর বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর একটি ভিডিও বার্তা আপলোড করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তাটি বেশ আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *