ফেরি থেকে নামতে গিয়ে নদীতে গেল ট্রাক!

চাঁদপুর-শরীয়তপুর ফেরি সার্ভিসের হরিণাঘাট এলাকায় ফেরি থেকে নদীতে পড়ে গেছে পণ্যবাহী একটি ট্রাক। শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার অক্ষত আছেন। দুর্ঘটনার পর থেকে হরিণা ফেরিঘাটের এক নাম্বার ঘাট বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লোহার পাইপবোঝাই একটি  ট্রাক শনিবার রাতে কামিনী নামে ফেরিতে উঠে। ফেরিটি পন্টুন ত্যাগ করার পরপরই এই দুর্ঘটনা ঘটে। এসময় ফেরিতে আরো কয়েকটি পণ্যবাহী ট্রাক ছিল।

রাতে এই দুর্ঘটনা ঘটলেও ফেরি চলাচল কর্তৃপক্ষের কাউকে সকাল আটটা পর্যন্ত ঘটনাস্থলে পাওয়া যায়নি। তারপর সেখানে উপস্থিত হন, বিআইডব্লিউটিএসি’র ফেরি ম্যানেজার মো. তুষার।  ট্রাকের চালক জাহাঙ্গীর জানান, চট্টগ্রাম বন্দর থেকে খুলনায় যাচ্ছিলেন তিনি। এতে বড় আকৃতির ৯টি পাইপ ছিল ।

সকাল সাড়ে আটটার পর থেকে স্থানীয় ডুবুরি দিয়ে নদীতে ডুবে যাওয়া ট্রাকের সন্ধান চালাতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *