1. ccadminrafi@gmail.com : Writer Admin : Writer Admin
  2. 123junayedahmed@gmail.com : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর : জুনায়েদ আহমেদ, সম্পাদনায়-আরজে সাইমুর
  3. swadesh.tv24@gmail.com : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম : Newsdesk ,স্বদেশ নিউজ২৪.কম
  4. swadeshnews24@gmail.com : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর: : নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর:
  5. hamim_ovi@gmail.com : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান : Rj Rafi, সম্পাদনায়- সাইমুর রহমান
  6. skhshadi@gmail.com : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান: : শেখ সাদি, সম্পাদনায়-সাইমুর রহমান:
  7. srahmanbd@gmail.com : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান : এডমিন, সম্পাদনায়- সাইমুর রহমান
  8. sumaiyaislamtisha19@gmail.com : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান : তিশা, সম্পাদনায়-সাইমুর রহমান
জামায়াতেরবৈধতা প্রশ্নেরনিষ্পত্তি জরুরি - Swadeshnews24.com
শিরোনাম
‘জনপ্রিয়তা’ কাজে লাগিয়ে তনির প্রতারণা, ক্ষোভে ফুঁসছে নেটিজেন ‘গুলিস্তানের কাপড় পাকিস্তানের বলে বিক্রি’ লাইভে এসে যা বললেন তনি আয় বাড়লেও সাউথইস্ট ব্যাংকের মুনাফা কমেছে সাড়ে ৩৭% মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ, পানি সংকট চরমে মিরসরাইয়ে এসএসসিতে পাশের হার ৮৮.৩১%, দাখিলে ৮৩.৫৬% ম্যাচ শেষ হতেই সাকিবের ব্যাটিং অনুশীলন মায়ের কথা বলতে গিয়ে কাঁদলেন মেহজাবীন, তাহসান বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন ঈদের পর শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে যা বললেন মন্ত্রী শতভাগ পাশের শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ৬১৪টি ওবায়দুল কাদেরের ভাগনেসহ দুজনের মনোনয়নপত্র প্রত্যাহার বিএনপি এখন অদৃশ্য শক্তির ওপর নির্ভর হয়ে পড়ছে: পররাষ্ট্রমন্ত্রী শাকিব খানের ‘তুফান’ নিয়ে সমালোচনার জবাব দিলেন মিম রাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৩ ডোনাল্ড লু আসছেন শুনেই বিএনপি ক্ষমতার স্বপ্নে বিভোর: ওবায়দুল কাদের

জামায়াতেরবৈধতা প্রশ্নেরনিষ্পত্তি জরুরি

  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০১৪
  • ১৯৪ Time View

বিচারপতি এম ইনায়েতুর রহিম
হাইকোর্টে থাকতে জামায়াতে ই
নিবন্ধন বাতিল করে রায়
দিয়েছিলেন। এবার ওই দলের
নেতা মতিউর রহমান নিজামীর
যুদ্ধাপরাধ মামলায় ধর্মের
অপব্যবহার নিয়ে বিশেষ পর্যবেক্ষণ
দিয়েছেন। যুদ্ধাপরাধ
ট্রাইব্যুনালের এর
আগে দেওয়া অন্যান্য
রায়ে জামায়াতের ধর্মের
অপব্যবহার প্রসঙ্গ
এভাবে বিস্তারিত আসেনি। তাই
এই রায় ধর্মের
অপব্যবহারকারী সংগঠন
হিসেবে জামা​য়াতে ইসলামীর
বিচারের
প্রয়োজনীয়তাকে সামনে এনেছেন
এই মুহূর্তে জামায়াত
একটি নিবন্ধনহীন রাজনৈতিক দল।
বৈধতার প্রশ্নে কোনো সংগঠনের
নিবন্ধন বাতিল হয়ে যাওয়ার পরও
দিব্যি রাজনীতি করে যাচ্ছে তা
সুপ্রিম কোর্টের রায়মতে,
জবরদস্তি হরতাল অবৈধ। সেই
অর্থে জামায়াতের হরতাল অবৈধ।
ব্যারিস্টার আবদুর রাজ্জাক
জামায়াতের নিবন্ধন মামলায়
যুক্তি দিয়েছিলেন যে ‘গণপ্রতিনি​
ধিত্ব আদেশ (আরপিও)
অসাংবিধানিক। এটি গণতন্ত্রের
উন্নয়নে সহায়ক নয়।’ জামায়াত তাই
আরপিওর
বৈধতা চ্যালেঞ্জকারী দল।
তারা এটা করেছিল বিগত
তত্ত্বাবধায়ক সরকারের আমলে।
বিএনপির চেয়ারপারসন বেগম
খালেদা জিয়া সম্প্রতি টাইমস অব
ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাত্​
কারে জামায়াতকে একটি উগ্র
ধর্মীয় সংগঠন হিসেবে ইঙ্গিত
করেন।
খালেদা জিয়া বলেছিলেন,
জামায়াতের সঙ্গে তাঁদের
নির্বাচনী সমঝোতা রয়েছে,
আদর্শগত নয়। কিন্তু
এটা কখনো পরিষ্কার
হয়নি যে জামায়াতের কোন কোন
আদর্শের সঙ্গে বিএনপির মতবিরোধ
রয়েছে। আবার জামায়াত
নির্বাচন কমিশনের কাছ
থেকে সাময়িক নিবন্ধন পেয়েছিল।
আর
সেটা পেতে তারা একাধিকবার
গঠনতন্ত্র সংশোধন
করে কমিশনে জমা দেয়।
বিচারপতি ইনায়েতুর রহিম
যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির
দণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামীর
রায়ে জামায়াতের দ্বারা ধর্মের
অপব্যবহারের যে বিবরণ দিয়েছেন
তা ১৯৭১ সালের। কিন্তু স্বাধীন
বাংলাদেশেও
দলটি কখনো চেতনায়
কখনো প্রতীকী অর্থে সেই
ধারাবাহিকতা রক্ষা করেছে।
এরপর পানি আরও গড়িয়েছে।
ব্যারিস্টার রাজ্জাক যখন
আরপিওকে অসাংবিধানিক
দাবি করেছিলেন, তখন
সংবিধানে কেবল রাষ্ট্রধর্ম ইসলাম
ছিল।
২০১৩ সালের আগস্টে হাইকোর্ট
জামায়াতের নিবন্ধন মামলার রায়
দেন। কিন্তু তথ্য ও আইনকানুন
ব্যাখ্যার বিষয় ছিল বিগত
তত্ত্বাবধায়ক সরকার আমলের। তাই
রাজ্জাক হয়তো সংবিধানে কেবল
‘রাষ্ট্রধর্ম ইসলাম’ থাকার
যুক্তিতে ধর্মের প্রশ্নে তাদের
গঠনতন্ত্রকে যুক্তিগ্রাহ্য
করতে সচেষ্ট হতে পারেন।
২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর
পরে রাষ্ট্রধর্ম থাকার পরেও
আমাদের সংবিধানে কার্যত
ধর্মের অপব্যবহার নিষিদ্ধ হয়ে যায়।
৩৮ অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়, ‘কারও
সমিতি বা সংঘ করবার অধিকার
থাকবে না যদি তা নাগরিকদের
মধ্যে ধর্মীয়, সামাজিক
এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট
করবার উদ্দেশ্যে গঠিত হয়।’
সংবিধান আরও বলছে,
‘কোনো সংগঠনের গঠন ও উদ্দেশ্য
যদি সংবিধানের পরিপন্থী হয়
তাহলে তারা নিষিদ্ধ হবে।’
জামায়াতের গঠনতন্ত্র, বিশেষ
করে তার অন্তর্গত সাম্প্রদায়িক
চেতনা ২০১১ সালে পরের
সংবিধানের প্রস্তাবনা, ৮, ১১ ও ১২
অনুচ্ছেদের সঙ্গে সংঘাত
সৃষ্টি করেছে। এসব
বিধানে ‘ধর্মনিরপেক্ষতা ও
অসাম্প্রদায়িক চেতনাই যে রাষ্ট্র
পরিচালনার ‘মূলনীতি’ ও ‘মূলসূত্র’
হবে তা নির্দিষ্ট করেছে। অথচ
জামায়াতের দলীয় গঠনতন্ত্রে ১৫তম
সংশোধনীর নির্দিষ্ট প্রতিফলন
এখনো ঘটেনি। সুতরাং,
সংবিধানে ধর্মের অবস্থান
এবং তার সঙ্গে জামায়াতের
গঠনতন্ত্রের সামঞ্জস্য ও অসামঞ্জস্য
হওয়ার প্রশ্ন এখনো অমীমাংসিত।
যুদ্ধাপরাধ ছাড়াও
পদ্ধতিগতভাবে তাদের
দ্বারা পবিত্র ইসলাম ধর্মের
অপব্যবহারকে একটি নতুন অপরাধ
হিসেবে গণ্য করা যায় কি না,
সেটা বিচারপতি ইনায়েতুর
রহিমের গত বুধবারের রায়ে স্মরণ ক​​
রিয়ে দিয়েছেন।
হিটলারের ন্যাত্​
সি পার্টি গণহত্যা কিংবা মানবত
সংঘটনে ধর্মের অপব্যবহার করেনি।
সেদিক থেকে যুদ্ধে ধর্মের
অপব্যবহার একটি নতুন অপরাধ।
জামায়াত মানবতা, শান্তি ও
সাম্যের ধর্ম পবিত্র ইসলামকে সমগ্র
বিশ্বমানবতা এবং অনাগত মানব
সভ্যতার কাছে কলঙ্কিত করার
অপচেষ্টা করেছে। এতে নিশ্চয়
ইসলামের নয়, তাদের ক্ষতি হয়েছে।
ট্রাইব্যুনালের
রায়ে জামায়াতের ধর্মের
অপব্যবহার সম্পর্কে বিশিষ্ট
ইসলামি পণ্ডিতদের ভাষ্য
বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছ
মতিউর রহমান নিজামী ১৯৭১
সালের নভেম্বরে দৈনিক সংগ্রাম
পত্রিকায় আলবদর
বাহিনীকে ইসলামের খেদমতগার
হিসেবে চিত্রিত করেছিলেন।
কেবল এই একটি নিবন্ধই
তাঁকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট
বলে মন্তব্য করেছেন
বিচারপতি রহিম। নিজামীর মতে,
পাকিস্তান ছিল ‘আল্লাহর ঘর’; এই
বিশেষণ যে ইসলাম সম্মত ছিল না,
সেই প্রশ্ন জামায়াতের তরুণ
প্রজন্মকে তুলতে হবে।
জামায়াতের নিবন্ধন
মামলা এখনো আপিল
বিভাগে বিচারাধীন।
তবে তারা ওই রায়ের
কার্যকারিতা স্থগিত
চেয়ে আবেদন করেছিল। কিন্তু
আপিল বিভাগে তা প্রত্যাখ্যাত
হয়েছে।
এখন আবার জামায়াতকে ‘উগ্র
ধর্মীয় সংগঠন’ হিসেবে ইঙ্গিত
দিলেন বেগম খালেদা জিয়া।
জামায়াত
কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
তবে বিএনপি এর
মাধ্যমে কী বোঝাতে চেয়েছে স
তরফে একটি পরিষ্কার
ব্যাখ্যা আসা দরকার। জামায়াত
বর্তমান সংবিধান কিংবা আরপিও
মেনেছে কি না সেটা জানা ইস
কর্তব্য। একাত্তরের যুদ্ধকালেই
মুজিবনগর সরকার
জামায়াতকে নিষিদ্ধ করেছিল।
তার আইনি মূল্য জানি না। আমি এ
বিষয়ে মার্কিন দলিল প্রকাশের
পরে তার সত্যতা জামায়াত
বা সরকার কেউ স্বীকার বা নাকচ
করেনি। তবে সংবিধান কিন্তু সেই
আদেশের সুরক্ষা দিয়েছে। ১৫০(১)
অনুচ্ছেদের চতুর্থ তফসিলের
(ক্রান্তিকালীন ও
অস্থায়ী বিধানাবলি) তিন দফার
১ উপদফা অনুযায়ী জামায়াত আজও
একটি নিষিদ্ধ সংগঠন। এই প্রশ্নের
একটি ফয়সালা দরকার।
জামায়াতের নিবন্ধন মামলায়
সংবিধানের ১০৩ অনুচ্ছেদের
আওতায় হাইকোর্ট এ
মর্মে সার্টিফিকেট দিয়েছিলেন
যে এখানে ‘সংবিধান-ব্যাখার
বিষয়ে আইনের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত
রয়েছে’।
আমিরাত
থেকে ফিরে প্রধানমন্ত্রী শেখ
হাসিনা ইঙ্গিত দিয়েছেন
প্রয়োজনে তিনি যেকোনো সময়ে
নির্বাচন দিতে পারেন। সুতরাং,
যুদ্ধাপরাধী হিসেবে জামায়াত
নিষিদ্ধ হওয়ার প্রশ্নটি যুক্তির
খাতিরে দূরে সরিয়ে রাখলেও
বর্তমান সংবিধানের আওতায়
জামায়াত তার গঠনতন্ত্র
অনুযায়ী নির্বাচনী রাজনীতিতে
নিতে পারে কি পারে না, তার
একটা ফয়সালা বহুদলীয় গণতন্ত্র
চর্চার দৃষ্টিকোণ থেকেও
সুরাহা হওয়া বাঞ্ছনীয়। বেগম
খালেদা জিয়া যদি বিশ্বাসও
করেন যে তাঁরা জামায়াতের
সঙ্গে ‘নির্বাচনী সমঝোতা’য়
আছেন, তাহলেও তো জনগণের
কাছে এটা পরিষ্কার হওয়া দরকার,
যখনই নির্বাচন হোক,
তাতে জামায়াত অংশ
নিতে পারবে কি না?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020 SwadeshNews24
Site Customized By NewsTech.Com