অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনারা গুলি করে আরও দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার লক্ষ্যে গাজা উপত্যকায় ইসরায়েলি বিরোধী বিক্ষোভ দেখানোর সময় এসব ফিলিস্তিনিকে গুলি করা হয়। খবর পার্সটুডের।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার গাজা সীমান্তের কাছে ৪৩ বছর বয়সী গাজী আবু মুস্তফাকে গুলি করে ইসরায়েলি সেনারা। এছাড়া একই দিন দক্ষিণ গাজার রাফা সীমান্তের কাছে ১৪ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরকে হত্যা করে ইসরায়েলি সেনারা।
গাজা উপত্যকার ফিলিস্তিনিরা যখন প্রতি শুক্রবার ইসরায়েল বিরোধী বিক্ষোভ দেখাচ্ছেন তখন ওই দুই ফিলিস্তিনিকে হত্যা করলো তেল আবিব। এ বিক্ষোভের মাধ্যমে ফিলিস্তিনি জনগণ তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার দেয়ার পাশাপাশি গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত আগ্রাসনের নিন্দা জানান।
গত ৩০ মার্চ থেকে এ বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দখলদার ইসরায়েলি সেনারা ১৪০ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় আহত হয়েছেন আরও প্রায় ১৫ হাজার মানুষ।