সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে জাতীয় নির্বাচনের তিনমাস আগে সংসদ ভেঙে দেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের পদত্যাগ দাবি করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী। শুক্রবার (২৭ জুলাই) বিকেলে, চট্টগ্রামে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে, নবগঠিত যুক্তফ্রন্টের শীর্ষ নেতারা বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই নতুন জোট গঠন করা হয়েছে।
নাগরিক ঐক্য আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমাদের প্রধান দাবি একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। গায়ের জোরে ষড়যন্ত্র করে কিছু করবেন সেটা করতে পারবেন না।’
জেসডি সভাপতি আ স ম আব্দুর রব বলেন, ‘দু জোটের বিরুদ্ধে তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তুলে জনগণের শেকড়, মানুষের শাসন, গণতান্ত্রিক অধিকার আদায় করতে হবে।’
সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে জাতীয় নির্বাচনের তিনমাস আগে সংসদ ভেঙে দিতে হবে। পাশাপাশি প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের পদত্যাগ করতে হবে।’