আমি নেইমার বা রবিনহো হতে চাই না: রদ্রিগো

ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর থেকে ব্রাজিল ফুটবল লীগের বড় নাম হয়ে উঠেছেন সান্তোস নাম্বার নাইন রদ্রিগো। তার প্রধান লক্ষ্য, আগামী বিশ্বকাপেই জাতীয় দলের হয়ে খেলা। তবে নেইমার বা রবিনহোর সাথে তুলনায় নিজেকে নিতে চান না এই তারকা।

ভিনিসিয়াস মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই রদ্রিগো ব্রাজিল ফুটবল লীগের সবচেয়ে বড় তারকা হয়ে উঠেছেন। ধারণা করা হচ্ছে, এক মৌসুম পরেই রিয়াল মাদ্রিদে দেখা যেতে পারে তাকেও। রদ্রিগো বলেন, আমার স্বপ্ন হচ্ছে ইউরোপের বড় কোনো দলে খেলা। আমি জাতীয় দলে খেলতে চাই এবং বিশ্বের সেরা খেলোয়াড় হতে চাই।

কিছুদিন পরেই স্পেনে পাড়ি দেয়ার সম্ভবনা সম্পর্কে রদ্রিগো বলেন, মাদ্রিদের বেশ কিছু খেলোয়াড়ের সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে। তারা বলেছেন, প্রচুর পরিশ্রম করতে। যেন আমি সেখানে খেলতে পারি।

নেইমার বা রবিনহোর সাথে তাকে তুলনা করা হলে তিনি বলেন, আমাকে সবাই এটা বলে। কিন্তু আমি নেইমার বা রবিনহো হতে চাই না। আমি রদ্রিগোই হতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *