বগুড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আপন ওরফে সিজার (৩২) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে। সিজার সদর উপজেলার মানিকচক এলাকার নূর হোসেন খন্দকারের ছেলে। বুধবার রাত আড়াইটার দিকে মাটিডালি ব্রিজের কাছে পল্লী মঙ্গল চৌরাস্তায় এ ঘটনা ঘটে। নিহত সিজারের বিরুদ্ধে সদর থানায় ৫টি অস্ত্র মামলা সহ এগারটি মামলা রয়েছে। সিজার শহরতলির মাটিডালী, মানিকচক, বাংলাবাজার এলাকার ত্রাসহিসেবে পরিচিত ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বুধবার রাত আড়াইটার দিকে শহরতলীর মাটিডালী ব্রিজের কাছে একদল সন্ত্রাসী ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে জানতে পেরে সদর থানার টহল পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর নেতৃত্বে সদর থানার ওসি বদিউজ্জামানসহ সেখানে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালিয়ে ঘটনাস্থলের দিকে অগ্রসর হতে থাকে। এতে সন্ত্রাসীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ একব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে।তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, গোলাগুলির শব্দ শুনে আগত লোকজন আহত ব্যক্তিকে কর্ণপুর এলাকার আপন ওরফে সিজার হিসেবে সনাক্ত করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি এবং আহত ব্যক্তির পকেট থেকে একটি অত্যাধুনিক বার্মিজ চাকু উদ্ধার করেছে। এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হয়ে পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন।