নোয়াখালীর হাতিয়া উপজেলায় নছিমন গাড়ির ধাক্কায় ৩ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এই ঘটনার প্রতিবাদে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী হাতিয়ার নলচিরা-জাহাজমারা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার সকালে খাসেরহাট বাজারের উত্তর পাশের বেরা রোডের মাথায় নলচিরা-জাহাজমারা প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলো ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মায়মুনা আকতার, ইসরাত জাহান এবং খাসেরহাট মাজেদিয়া দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী লিনা আকতার।
জানা যায়, বৃহস্পতিবার বিদ্যালয়ে যাওয়ার পথে বেরা রোডের মাথায় নলচিরা-জাহাজমারা প্রধান সড়কে শিক্ষার্থীদের চাপা দেয় একটি চলন্ত নছিমন। এতে আহত হন ওই তিন শিক্ষার্থী। দুর্ঘটনার পরপরই হাতিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নেমে আসে। এসময় তারা চারটি যাত্রীবাহী নছিমন ও জিপ গাড়ি ভাংচুর করে। শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার প্রধান সড়ক ও পরিষদ ভবনের সামনে অবস্থান নেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের এ অবরোধকে বানচাল করার চেষ্টা করেও ব্যর্থ হয়।
অবরোধকারী শিক্ষার্থীরা জানান, দুর্ঘটনায় জড়িত গাড়ি চালককে আইনের আওতায় এনে শাস্তি না দিলে তারা রাস্তা ছাড়বে না।