সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি হত্যা: হাইকোর্টের রায় আজ

আজ বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এএসএম আবদুল মবিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল বলেন,রায় ঘোষণার জন্য মামলাটি আজকের কার্যতালিকায় এক নম্বর ক্রমিকে রাখা হয়েছে।
এর আগে গত ১১ অক্টোবর সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ইয়ন ও তার বন্ধু রাজুর পক্ষে অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, মনসুরুল হক চৌধুরী শুনানি করেন।
গত ৭ আগস্ট থেকে এই মামলার আপিল ও ডেথরেফান্সের শুনানি শুরু হয়। শুনানিতে মামলার পেপারবুক থেকে মামলার এজাহার, অভিযোগপত্র, আসামি ও সাক্ষীদের জবানবন্দি ও নিম্ন আদালতের রায় উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
২০১১ সালের ২৮ জানুয়ারি রাজধানীর নয়াপল্টনে ভাড়া বাসায় খুন হন দৈনিক জনতার তৎকালীন জ্যেষ্ঠ সহ-সম্পাদক ফরহাদ খাঁ ও তার স্ত্রী রহিমা খাতুন। এ ঘটনায় ২০১২ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এ সাংবাদিক ফরহাদের ভাগনে নাজিমুজ্জামান ইয়ন ও তার বন্ধু রাজু আহমেদকে মৃত্যুদণ্ড দেন। পরে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *