নেতাদের উজ্জ্বীবিত করতে শান্তি সমাবেশে গান গাইলেন মমতাজ

নেতাকর্মীদের উজ্জ্বীবিত করতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্যের বদলে গান গেয়েছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংগীত শিল্পী মমতাজ বেগম।
শনিবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে গান গেয়ে উপস্থিত নেতাকর্মীদের উজ্জ্বীবিত করেন তিনি।
‌’ছিল নৌকা, আছে নৌকা, থাকবে নৌকা ইতিহাসে, বাংলাদেশে। আমার নেত্রী শেখ হাসিনা, শক্ত হাতে নাও ধরেছে, বঙ্গবন্ধুর ন্যায়।’ শীর্ষক মমতাজের এই গানের সঙ্গে সুর মেলান হাজারো নেতাকর্মী।

গানের পর তিনি বলেন, বিএনপির এইসব হরতাল আমরা আগেও বহু দেখেছি। আমাদের আজকের প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কর্মসূচি ঘোষণা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *