বিশ্বের প্রধান তুলা আমদানিকারক হচ্ছে বাংলাদেশ

bd-cotton-300x200মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী তুলা আমদানির দিক থেকে বাংলাদেশ বিশ্বের তৃতীয় অবস্থানে থাকলেও যেভাবে সুতা আমদানির পরিমাণ বাড়ছে তাতে যে কোনো সময় বিশ্বের প্রধান তুলা আমদানিকারী দেশ চীনকে ছাড়িয়ে যেতে পারে দেশটি।
বাংলাদেশ কটন এসোসিয়েশনের মহাপরিচালক মেহেদী আলী শুক্রবার দি ওয়ার্ল্ড ষ্ট্রিট জার্নাল ফ্রন্টিয়ার্সকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, সুতা আমদানিতে আমরা বিশ্বের সর্ববৃহৎ সুতা আমদানিকারক দেশ চীনকে পেছনে ফেলতে যাচ্ছি এবং সেদিন বেশি দুরে নয়। তিনি বলেন, আশা করছি আগামী ২ থেকে ৩ বছরের মধ্যেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছুতে পারব।
জাতীয় কাউন্সিলের তথ্য অনুযায়ী, বিভিন্ন কারণে আসছে মওসুমে চীনের সুতা আমদানি প্রায় ৫০ শতাংশ কমে যেতে পারে এবং আন্তর্জাতিক বাজারে এই সুযোগকে কাজে লাগাতে পারে বাংলাদেশ। রাজধানী ঢাকার রায়া স্পিনিং মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাই বলেন, আমাদের কারখানায় সুতা তৈরির পরিমাণ যেভাবে বাড়ছে তাতে আগামী তিন বছরে আমাদের সুতা তৈরির সক্ষমতা ১৩ হাজার স্পিন্ডেল থেকে বেড়ে ৩৩ হাজার স্পিন্ডেলে গিয়ে দাঁড়াবে এবং আমাদের সুতা তৈরির এই পরিমাণ দিন দিন এভাবে বাড়তেই থাকবে।
বাংলাদেশ কটন এসোসিয়েশনের মহাপরিচালক বলেন, আগামী ৫ বছরে আমাদের তুলা আমদানির সক্ষমতা প্রায় দ্বিগুন হবে এবং আশা করছি আমাদের এই সক্ষমতা দেশকে বিশ্বের প্রধান তুলা আমদানিকারী দেশ হিসেবে স্থান করে নিতে সহায়ক হবে। ইউএসডিএর ভবিষ্যতবাণী অনুযায়ী চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত সময়ে বাংলাদেশ ৩.৯ মিলিয়ন ৪৮০ পাউন্ড বেইল তুলা আমদানি করবে। আর বাংলাদেশ কটন এসোসিয়েশনের মহাপরিচালক মেহেদী আলী বলেন, চলতি বছরে বাংলাদেশ ৫ মিলিয়ন বেল তুলা আমদানি করার কথা রয়েছে। ফ্রন্টিয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *