ফেসবুকের এফ-৮ সম্মেলন হবে প্রতিবছর

Facebook-F8-220140511154751প্রায় তিন বছর পর এবার অনুষ্ঠিত হলো ফেসবুকের এফ-৮ ডেভেলপার সম্মেলন। তারপরই এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের কাছ থেকে ঘোষণা আসলো এই এফ ৮ সম্মেলন প্রতি বছরই অনুষ্ঠিত হবে। তিনি আরো জানিয়েছেন, আগামী বছর ২৫ মার্চ সান ফ্রান্সিসকোর ফোর্ট ম্যাসন এ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

জুকারবার্গের বক্তব্যে আরো জানা যায়, এবারের এই সম্মেলনে কিছু সংখ্যক নতুন আসন্ন পণ্য সম্পর্কে ঘোষণা দেওয়া হয়। তবে অংশগ্রহণকারী সবার মাঝে বেশীরভাগ সময় ধরে মোবাইলের অ্যাড, পুশ নোটিফিকেশন এবং মোবাইল গেমিং নিয়ে আলোকপাত করা হয়।

তার এই উপস্থাপনাতে মূল কেন্দ্রবিন্দু ছিল মোবাইল ফোন। তিনি জানিয়েছেন, মোবাইল ফোনের মাধ্যমেই প্রতি মাসে প্রায় এক বিলয়ন ব্যবহারকারী এই স্যোশাল নেটওয়ার্কিং সাইটের সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকে। সামাজিক নেটওয়ার্কিং সাইটরে আয়ের ক্ষেত্রেও বড় একটি ভূমিকা আছে এই মোবাইলের। তিনি আরো বলেছেন, ‘ফেইসবুকের রাজস্ব আয় গত বছরের ৩০ শতাংশ ছাড়িয়ে এবছরে তা ৫৯ শতাংশে দাঁড়িয়েছে শুধুমাত্র মোবাইল অ্যাডর্ভাটাইজিং এর মাধ্যমে।

সম্মেলনে জুকারবার্গের একটি মূল ঘোষণা ব্যবহারকারী তার অ্যাকাউন্ট ওপেন করার আগে কি করতে চান তা একটি অ্যাপে নিদের্শনা দিতে হয়। এই ক্ষেত্রে একটি থার্ড পার্টি অ্যাপ এর সহযোগিতা নিলে কাজটি সহজে করা যায়। এই উদ্দেশ্যেই অডিয়েন্স নেটওয়ার্ক নামে একটি নেটওয়ার্ক উন্মুক্ত হতে যাচ্ছে। যা ব্যবহারকারীদের মোবাইল এ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার সহজতর করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *