যানজট নিরসনে সফটওয়্যার আবিষ্কার

যানজট নিরসনে  সফটওয়্যাররাস্তার যানজট নিরসনে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল লাইট কন্ট্রোল ও গাড়ির নম্বর প্লেট স্ক্যান করবে সফটওয়্যার। ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) সিএসই ও আইটি বিভাগের আয়োজিত ফেস্টিভ্যাল জিরো-ওয়ান ফাস্ট-২০১৪ নামের এক অনুষ্ঠানে এমন সফটওয়্যার আবিষ্কার করে প্রজেক্ট আকারে দেখান ইউআইটিএসের সিএসই বিভাগের ছাত্র মোঃ রুবেল।

এই সফটওয়্যারটি ট্রাফিক নিয়ম অনুসারে সিগন্যাল লাইট অটোমেটিক চলবে এবং নিয়ম অনুসারে লাল বাতি জ্বললে কোনো গাড়ি চলতে পারবে না। যদি কোনো গাড়ি নিয়ম ভঙ্গ করে তা হলে গাড়ির নম্বর প্লেট অটোমেটিক স্ক্যান করবে এবং সেই গাড়ির জরিমানা করে তা মালিকের ব্যাংক একাউন্ট থেকে জরিমানার টাকা কেটে নেবে। যদি গাড়ির মালিকের ব্যাংক একাউন্টে টাকা না থাকে তাহলে মালিকের নামে মামলা হবে এবং তা ট্রাফিক কন্ট্রোল রুমে এবং মালিকের মোবাইল ফোনে মামলা নম্বরসহ একটি এসএমএস চলে যাবে। এমন সফটওয়্যারের প্রচলন ঘটালে একদিকে যেমন যানজট কমে যাবে তেমনি রাস্তায় ট্রাফিকের চাঁদাবাজিও কমে যাবে। এছাড়াও ট্রাফিকের উপস্থিতি কম থাকলেও তেমন একটা প্রভাব ফেলবে না।

সফটওয়্যারের আবিষ্কারক মোঃ রুবেল বলেন, আমি দেশের যানজট নিরসনে অনেক চিন্তাভাবনা করে এমন একটি সফটওয়্যার তৈরি করার চেষ্টা করেছি যার ব্যবহারে দেশের যানজট অনেকটাই কমে যাবে। তবে যদি বাংলাদেশ সরকার এটাতে স্বীকৃতি প্রদান করে তাহলে আমি এটাকে আরও ডেভেলপ করতে পারব।

ওই ফেস্টিভ্যাল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন টেকশপ, প্রিম্যাক্স, আইবিসি এক্স, সিএসআইসহ আরও কয়েকটি সফটওয়্যার কোম্পানি। এছাড়া অত্র বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মুহাম্মাদ সামাদ, সিএসই ও আইটি বিভাগের প্রধান ড. সুপ্রতীপ ঘোষসহ সব শিক্ষক ও ছাত্রছাত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *