আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ পলাশবাড়ীতে গত রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী থানা পুলিশ একাধিক মামলার পলাতক আসামী ও আন্তঃজেলা ডাকাতদলের সদস্য ভূট্টো (৩৫) কে গ্রেফতার করেছে। সে উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুরা গ্রামের জবেদ আলীর ছেলে বলে জানা গেছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোট হাজতে প্রেরণ করেছে।