কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে তরুণদের কবিতা লেখার আহবান জানিয়েছেন কবি আল মাহমুদ।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে প্রেস ক্লাবে অবস্থিত বই বিক্রয় প্রতিষ্ঠান বাতিঘরের আমন্ত্রণে এসে তরুণদের উদ্দেশ্যে তিনি এ আহবান জানান। এছাড়া তিনি আরো বলেন, ছেলে কিংবা মেয়ে কবির মধ্যে কোন পার্থক্য নেই, একজন কবির পরিচয় শুধুই কবি।
এসময় কবি তার স্বভাব সুলভ কাব্যিক ছন্দে হতাশা, প্রেম-ভালোবাসাসহ সহ নানা বিষয়ে তার জীবনের অভিজ্ঞতা, অনুভূতি ভক্তদের কাছে ব্যক্ত করেন। আগামী ১১ জুলাই আশি বছরে পা রাখবেন প্রবীণ এই কবি।